ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮৩ এর ৩০নং ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ দুই ধরনের জাতীয় সরকার করেছেন। যেমন ১০টি বাধ্যতামূলক কাজ ও ৩৮টি ঐচ্ছিক কাজ। বাধ্যতামূলক কার্যাবলী-
ক) আইন শৃংখলা রক্ষা করা এ বিষয়ে প্রশাসনকে সহায়তা দান করা।
খ) অপরাধ, বিশৃংখলা ও চোরাচালান দমনে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া।
গ) কৃষি, বৃক্ষরোপন, মৎস ও পশু পালন সম্পদ, কুটির শিল্প, সেচ, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের সহায়তা করা।
ঘ) পরিবার পরিকল্পনার প্রশার ও ঘটানো।
ঙ) স্বামীর সমুদেয় উন্নয়ন ঘটানো এবং তার ব্যবস্থা নিশ্চিত করা।
চ) জনগনের সম্প্রক্তি যথা- রাস্তা, ব্রীজ, কালভাট, বাধ, খাল, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন করা।
ছ) ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী আলোচনা করা এবং উপজেলা পরিষদেও নিকট সুপারিশ করা।
জ) জন্ম, মৃত্যু,অন্ধ, দুস্থদের, নিবন্ধন সনদ প্রদান করা।
ঝ) সব ধরনের শুমারী ।
ঐচ্ছিক কার্যাবলীঃ ৩৮টি যথাঃ-
১। জনমত ও যারা ব্যবসা ও রক্ষনাবেক্ষন করা।
২। সরকারী স্বনাম, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ এবং ব্যবসা ও রক্ষনাবেক্ষন করা।
৩। জনপথ ও রাজ্য পথে সরকারী খাসে আলো জ্বালানো।
৪। সরকারী জায়গা ও খাস জনপথ জায়গা গাছ লাগানো ও সংরক্ষন করা।
৫। কবর স্থান, শ্বশান ঘাট, রক্ষনাবেক্ষনকারী।
৬। পর্যটকদের থাকার ব্যবস্থা ও সংরক্ষন।
৭। জনপথ, রাজপথ এবং সরকারী স্থান নিয়ন্ত্রন ও অনধিকার প্রবেশ রোধ করা এবং অন্যান্য ব্যবস্থা করা।
৮। জনপথ, রাজপথে উৎপাত ও তার কাজ বন্ধ করা।
৯। অপরাধ দমন ও বিপদ জনক ব্যবসা নিয়ন্ত্রন করা।
১০। মৃত পশুর দেহ অবসান ও নিয়ন্ত্রন করা।
১১। পশু জবাই নিয়ন্ত্রন করা।
১২। বিপদজনক দালান নির্মাণ ও নিয়ন্ত্রন করা।
১৩। নলকুপ, গভীর নুলকুপ, জলধার, পুকুর, নদী নালায় পানি সরবরাহ ও কাজের প্রয়োজনীয় সরবরাহ করা।
১৪। দুষিত খাবার রোধ করা।
১৫। জন স্বাস্থ্যের ক্ষতিকর পানি সরবরাহ বন্ধ করন।
১৬। বিশুদ্ধ খাবার পানি, গোসল করা, যাবতীয় ধোয়া মুছার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা।
১৭। পানি বিশুদ্ধ রাখার জন্য, ছন, গাছ, ইত্যাদি সেবা রাখা।
১৮। আবাসিক এলাকার মধ্যে চামড়ার রং করা বা পাকা করা নিয়ন্ত্রন কাজ বা নিষিদ্ধ করন।
১৯। আবাসিক এলাকার ঘেষে মাটি তুলা ও পাথর তোলা বন্দ ও নিয়ন্ত্রন করা।
২০। আবাসিক এলাকার ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ করা ও নিয়ন্ত্রন কাজ।
২১। গৃহ পালিত পশু বা অন্যা্যন পশু বিষয়ের তালিকা তৈরী করা।
২২। মেলা ও প্রর্দশনীয় আয়োজন করা।
২৩। জন সাধারনের উৎসব পালন।
২৪। অগ্নি, বন্যা, শিলাবৃষ্টি, ভুমিকম্প, অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ তৎপরতা সেবা সর্তক রাখা।
২৫। বিধাব, এতিম, গরীব ও দুস্থ বালিকাদের সাহায্য করা।
২৬। খেলাধুলা উন্নতি সাধন।
২৭। শিল্প ও সাময়িক উন্নয়ন সমবায় আন্দোলন ও গ্রামীন শিল্পের উন্নয়ন সাধন ও উৎসব পালন।
২৮। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা।
২৯। পরিবেশ ব্যবস্থার কাজ।
৩০। গবাদী পশুর খোয়ার নিয়ন্ত্রন ও রক্ষনা বেক্ষন ব্যবস্থা করা।
৩১। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা।
৩২। গ্রন্থাগার ও পাঠাগার ব্যবস্থা করা।
৩৩। ইউনিয়ন পরিষদে মহত সদৃশ্য কাজে নিয়োজিত অন্যান্য সাজানোর সাথে সহযোগীতা করা।
৩৪। উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শক্রমে শিক্ষার উন্নয়ন সাধন করা।
৩৫। ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শনকারীদের নিরাপত্তার আরাম বিশ্রাম বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা করা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস